ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান

মোঃ সুলতান আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ণিমা বসাক ( ২৫) লাইলী বেগম (৫৫)ও সুরতন(৭৫) নামে ৩জন শারীরিক প্রতিবন্ধী কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি হুইল চেয়ার প্রদান করা হয়।

রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর পক্ষ থেকে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জহিরুল ইসলাম ওই তিন শারীরিক প্রতিবন্ধীর বাড়ি বাড়ি গিয়ে হুইলচেয়ার ৩টি তাদের হাতে তুলে দেন।
এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক এ জেড বর্নী, বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ শাখার দপ্তর সম্পাদক মুঈন নাদিম আল মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রুবেল হক, কারমাইকেল কলেজের শিক্ষার্থী মোঃ রুবম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শারীরিক প্রতিবন্ধী পূর্ণিমা বসাক রাণীশংকৈল পৌরসভার শুসেন বসাকের মেয়ে। লাভলী বেগম রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ফারাবাড়ী গ্রামের মৃত সমীর উদ্দিনের স্ত্রী ও সুরুতন বেগম বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের স্ত্রী।
হুইলচেয়ার পাওয়ায় ওই ৩জন শারীরিক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।