ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তুমুল সংঘর্ষ

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মোস্তাকিম নামে একজন গুরুতর আহতসহ ১৪ জন হতাহতের ঘটনা ঘটেছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে দুপুর ১ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে হঠাতই  সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের দু’টি গ্রুপ। এসময় দুই গ্রুপের নেতাকর্মীরা একে অপরের দিকে ইট-পাথর নিক্ষেপ করে। তাদের অনেককে দেশীয় অস্ত্রশস্ত্র হাতেও দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। হতাহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার (ওসি) মশিউর বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, কমিটি গঠনকে কেন্দ্র করে গতবছর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, নানা কর্মসূচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭ টায় ঠাকুরগাঁও ডাক বাংলোয় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংক্ষিপ্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।