ডাকলেই খাবার পৌঁছে যাবে বাসায়

খেলা ডেস্কঃ আবারও মানবতার ডাকে মানুষের পাশে সাবেক ভারতের তারকা ক্রিটেকার বীরেন্দ্র শেবাগ। ভারত যখন করোনায় বিপর্যস্ত, তখন তো পাশে থাকতেই হবেই। যেন সেই কাজটি করলেন বীরেন্দ্র শেবাগ। রাজধানী দিল্লির যখন যে প্রান্তে যেকোন পরিবার খাবার সঙ্কটে পড়লে, তাদের সহযোগিতায় বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন এ তারকা ক্রিকেটার।

এমন খবর নিজেই দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেবাগ লিখেছেন, ‘দিল্লিতে করোনা আক্রান্ত কোনও পরিবারের খাবারের সমস্যা হলে দ্রুত আমাকে জানান। জানাবেন ‘বীরেন্দ্রর শেবাগ ফাউন্ডেশন’ -এর ফেসবুক পেজে। আপনি আপনার বাড়ির ঠিকানা, নাম জানান, ব্যস, আমার টিম সেখানে পৌঁছে গিয়ে খাবার দিয়ে আসবে।’

এখানেই শেষ নয়, এক সময়ের মারকুটে এই ব্যাটসম্যান আরও জানালেন, ‘দিল্লিতে যারা কোভিড কেয়ার সেন্টার চালান আর সেখানে আক্রান্তদের জন্য খাবারের প্রয়োজন রয়েছে তাহলেও ডাক পড়লেই সাহায্য পৌঁছে দেব আমরা।’

গত বছর লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করেন শেবাগ। এবার করোনা আক্রান্তদের পাশে থাকল তার ফাউন্ডেশন। এরমধ্যে অবশ্য সুখবর- করোনা সংক্রমণ কমছে দিল্লিতে। তবে দ্বিতীয় ঢেউ দিতে এখনো দিশেহারা অবস্থাতেই আছে ভারতীয় হাসপাতালগুলো।