ডিএসইতে শীর্ষে ইসলামী ব্যাংক, সিএসইতে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক গতকালও ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৩৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি আজ ৩ হাজার ৮৩৮ বারে ৭৮ লাখ ১৪ হাজার ১৯৩টি শেয়ার হাতবদল করেছে।

ডিএসইতে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৪ হাজার ৫৫৮ বারে ৯৮ লাখ ৯১ হাজার ২৭০টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট ২ হাজার ১৭৫ বারে ১৬ লাখ ৪২ হাজার ৭৫৬ টাকার শেয়ার লেনদেন করেছে।|

ডিএসইতে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলের ২১ কোটি ৭২ লাখ, লংকাবাংলা ফিন্যান্স ২১ কোটি ১৭ লাখ, সাইফ পাওয়ারটেক ১৯ কোটি ৮৮ লাখ টাকা, বারাকা পাওয়ার ১৮ কোটি ৯ লাখ টাকা, ইবনে সিনা ১৫ কোটি ৮৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১৫ কোটি ৩০ লাখ টাকা ও এ্যাপোলো ইস্পাত ১৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অন্যদিকে, সিএসইতে বেক্সিমকো লিমিটেডের ৮ লাখ ২৩ হাজার ১৪টি শেয়ার লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার ২৪ টাকা।

একই সঙ্গে সিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ২ কোটি ৩৬ লাখ ৭২ হাজার টাকা, জেনারেশন নেক্সটের ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকা, লাফার্জ সুরমার ১ কোটি ৭৪ লাখ ৬ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার টাকা, এবি ব্যাংকের ১ কোটি ৩২ লাখ ৫৯ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ২৮ লাখ ২৮ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা এবং কনফিডেন্স সিমেন্টের ১ কোটি ২৪ লাখ ২৯ হাজার টাকা।