ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির হয়রানির শিকার এলাকাবাসি

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ৩ নং ব্লক এলাকায় গাজীপুর ডিবি পুলিশের এসআই নূর মোহাম্মদ চাঁদাবাজি করতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা এলাকাবাসীর হাত থেকে রক্ষা পেতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, ডিবি পুলিশের এসআই নূর মোহাম্মদ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারমিনের কাছ থেকে ৭০ হাজার টাকা, হাসির কাছ থেকে ১০ হাজারসহ নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। শুধু শারমিন ও হাসির না। এসআই নূর মোহাম্মদ এভাবেই রাতের অন্ধকারে এসে অনেকই মামলার ভয় দেখিয়ে আটক করে নিয়ে যায়। পরে লাখ টাকার বিনিময়ে ছাড়িয়ে আনতে হয়। শুক্রবার রাত সড়ে ৯ টার দিকে ঠিক একই কায়দায় বার্ডেম হাসপাতালে কর্মচারি সালাউদ্দিনকে আটক করে সঙ্গের টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেন এবং তার বৌকে মারধর করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলে কিছু সময় অবরুদ্ধ করে রাখে। তবে এসআই নূর মোহাম্মদ কারও কাছ থেকে টাকা নেওয়া ও ফাঁকা গুলি করার বিষয়টি মিথ্যা দাবি করেন। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকাবাসী এসআই নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।