ডিমলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাঁ অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ জঙ্গী মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে প্রতিপ্রাদ্য বিষয়ে নীলফামারীর ডিমলায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। ডিমলা থানা কমিউনিটি পুলিশিং এর উদ্দ্যোগে শনিবার দুপুরে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে থানার ক্যাম্পাসে ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি নীলফামারীর সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, খালিশা চাপানী ইউনিয়ন আ.লীগের সভাপতি-সোহরাব হোসেন,টেপাখড়িবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা-মিয়ার উদ্দিন,উপজেলা যুব লীগের সভাপতি শৈলেন চন্দ্র রায়,সাঃ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ ।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার,
খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-লুৎফর রহমান,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বারী,যুগ্ন সাধারন সম্পাদক নীরেন্দ্রনাথ রায় নিরু, নীলফামারীর জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজ, আব্দুল মতিন, সেলিম সরকার লেবু, সদর যুবলীগের সাধারন সম্পাদক-আলমগীর কবীর,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার রায়সহ অনেকেই।