ডিমলায়-রাস্তা সংস্কার কাজের উদ্বোধন ও আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত।।

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ-নীলফামারীর ডিমলায় রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন ও আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ই নভেম্বর) শেষ বিকেলে  উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুঠিবাড়ী বাজার হতে ডালিয়া পর্যন্ত স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় ৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৬ কিলোমিটার পাকা রাস্তা প্রসস্ত করন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উদ্বোধন শেষে সন্ধ্যায় 2016-11-18-03-46-28গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের সমাবেশে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-শরীফ ইবনে ফয়সাল মুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সমাবেশের প্রধান অতিথি স্হানীয় সংসদ সদস্য,মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা-তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবু জাফর মোঃ- সালেহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার,নাউতরা ইউপি চেয়ারম্যান-সাইফুল ইসলাম লেলিন,গয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা-ফজলুল বারী, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা-মিয়ার উদ্দিন, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেনসহ আমন্ত্রিত অতিথি,-উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক-আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক-উত্তম কুমার রায়,গয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি-আনোয়ার হোসেন প্রমুখ।2016-11-17-19-29-49
এ ছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি-মাজহারুল ইসলাম লিটন, খালিশা চাপানী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক-আব্দুস সামাদ(তামজিদ), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক-ফেরদৌস পারভেজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি-আবু সায়েম সরকার,টেপাখড়িবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক, একই ইউপির সরকারদলীয় মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী-ময়লুক হক,ডিমলা ইসলামীয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-লেবু ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে রাতেই বিভিন্ন স্হান থেকে নিয়ে আসা শিল্পীদের সামাজিক গান,নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হয়।