ডোমারে সাত দিনব‍্যাপী শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ -২০২৩

মোঃ নাজমুল আলম ,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ  স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়-এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে আজ সোমবার(২২/০৫/২০২৩ইং) থেকে সারাদেশের ন‍্যায় নীলফামারীর ডোমারে শুরু হয়েছে সাত দিনব‍্যাপী ভূমি সেবা সপ্তাহ- ২০২৩।

সকাল ১০ ঘটিকায়  উপজেলা ভূমি অফিস চত্তরে র‍্যালী ও আলোচনা সভার মাধ‍্যমে এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ‍্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দফ্তরের ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।।

এ সেবা সপ্তাহের বিশেষ সেবাসমূহ হচ্ছে -ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশন,ই নামজারির আবেদন গ্রহন,খতিয়ান(পর্চা),জমির ম‍্যাপ,ভূমি বিষয়ক পরামর্শও ভূমি বিষয়ক অভিযোগ  ইত্যাদি।এ সম্পর্কে সহকারী কমিশনার(ভূমি)  জান্নাতুল ফেরদৌস হ‍্যাপী বলেন-মানুষ যেন কোনপ্রকার হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে আমরা  স্মার্ট ভূমিসেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।আমাদের এ সেবাসপ্তাহ উপলক্ষ্যে আমরা একটি স্টল চালু করেছি যেখানে মানুষজন এসে ভূমি সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে পারবেন এবং যেকোন তথ‍্য সম্পর্কে জানতে পারবেন।তিনি আরও বলেন ভূমি সেবা এখন ডিজিটাল হয়ে গেছে তাই মানুষ ভূমি অফিসে না এসেও ভূমিসেবা গ্রহন করতে পারবেন।এ সেবা সপ্তাহ আগামী ২৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে।