ঢাকার নবাবগঞ্জে তাবলীগ ফেরত আরও একজন করোনায় আক্রান্ত

করোনা ভাইরাস
জেলা প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তাবলীগ থেকে আসা আরও এক ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি ১০ দিন আগে তাবলীগ থেকে এসেছেন। এ নিয়ে উপজেলায় তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।
সোমবার (১৩ এপ্রিল) রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
তিনি বলেন, করোনা উপসর্গ থাকায় নবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে সোমবার রাতে আমরা একজনের রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে আরো ২৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল অথবা কুর্মিটোলা হাসপাতালে পাঠানের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে ৩১ মার্চ নবাবগঞ্জে সৌদি আরব থেকে আসা এক প্রবাসীর (৪৭) শরীরে প্রথম করোনা শনাক্ত করা হয়। ৯ এপ্রিল রাতে করোনা শনাক্ত হওয়া দ্বিতীয় ব্যক্তিও (৬৭) তাবলীগ ফেরত ছিলেন।