ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি নেই বললেই চলে

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সোমবার (১৯ জুলাই ) সকাল থেকেই এই ভিড় শুরু হয়। এছাড়া পাটুরিয়া-ঢাকা মহাসড়কের চরের ডাঙ্গা এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজট রয়েছে। এতে যাত্রীদের ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

আগামীকাল ঈদের আগেরদিন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে এসময় অধিকাংশ যাত্রীকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে মহাসড়কের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভোরে সড়কে ধীরে ধীরে বাস চলছিল। তবে দুপুর নাগাদ বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে গাড়ি না পেয়ে কেউ কেউ পিকআপ ভ্যানে করেও নাড়ির টানে বাড়িতে ছুটছেন।

এছাড়া বাসগুলোতে দুই আসনে একজন করে যাত্রী নেয়ার কথা থাকলেও দুই আসনে দুজন যাত্রী নেয়া হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে সড়কে গাড়ির চাপ ছিল। কিন্তু এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।