ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

জানা যায়, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর উপজেলার গোড়াই ওভার ব্রিজ পর্যন্ত অন্তত সাতটি সড়ক দুর্ঘটনা ঘটে। করটিয়ার বাঐখোলা এলাকায় বাস-ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন এবং মির্জাপুর উপজেলার মনসুর দুল্যা নামক স্থানে মালবাহী ট্রাক-বাস ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়।

এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, জামুর্কি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. টুটুল বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। নিহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।’