তখন বিদেশে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে জিএসপি ও কোটা সুবিধা পাবে না

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল বলেছেন, ‘বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, তখন বিদেশে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে জিএসপি ও কোটা সুবিধা পাবে না। এ বিষয়টি মাথায় রেখে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

জোহান ফ্রাইসেল বলেন, নিয়ম অনুযায়ী, অনুন্নত দেশগুলোকে জিএসপি সুবিধা দেওয়া হবে। তাই ভাবনার বিষয় হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে এসব রপ্তানি সুবিধা বাতিল হওয়ার পর বিশ্ববাজারে কীভাবে বাংলাদেশের পোশাক খাত টিকে থাকবে। তৈরি পোশাক খাতে বাংলাদেশ দিনে দিনে অনেক এগিয়ে যাচ্ছে। এ ধারাকে অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজার ধরে রাখতে হবে। এজন্য দরকার দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্যতা অর্জন। কারণ, অধিকাংশ ক্রেতা তার পণ্যের স্থায়িত্ব এবং সঠিক কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত থাকতে চায়।

রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য ও নতুন বাজারে প্রবেশের পরামর্শ দেন সুইডেনের রাষ্ট্রদূত।

পিভিএইচের কান্ট্রি ম্যানেজার নাজিব সাইদ বলেন, আমাদের দেশে প্রচুর কাঁচামাল আছে, কিন্তু এর সঠিক ব্যবহার আমরা জানি না। তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পণ্যের কোয়ালিটি নিশ্চিত করতে হবে। কত কম সময়ে ক্রেতাদের পণ্য সরবরাহ করা যায়, কীভাবে স্বল্প সময় ও ব্যয়ে পোশাক উৎপাদন করা যায়, সেদিকে নজর দিতে হবে।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনৎস, আন্তর্জাতিক শ্রম সংস্থার তৈরি পোশাক খাতের প্রোগ্রাম ম্যানেজার তুমো পোতিয়েনেন প্রমুখ।