তামিমের প্রতিটি সেঞ্চুরি তামিমের জন্য স্পেশাল

মিরপুর থেকে : তামিমের প্রতিটি সেঞ্চুরি তামিমের জন্য স্পেশাল। কোনো সেঞ্চুরিকে আলাদা চোখে দেখেন না তিনি।

কারণ হিসেবে তামিম সব সময় বলেন, ‘আমি প্রতিটি রান কষ্ট করে করি। তাই প্রতিটি সেঞ্চুরি আমার জন্য স্পেশাল।’

ঢাকা টেস্টের সেঞ্চুরিও তামিমের জন্য স্পেশাল। তবে এটা ভিন্ন কারণে তামিমের মনে জায়গা করে নিয়েছে। দিন শেষে তামিমের কথাইতেই তা বোঝা গেল, ‘হঠ্যাৎ যেভাবে উইকেট পরেছে তাতে মনে হচ্ছে সেঞ্চুরিটি আমার কাছে বেশি স্পেশাল।’

ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তামিম ইকবাল। ব্যাট হাতে দারুণ ব্যাটিং করে ১৪৭ বলে ১২ বাউন্ডারিতে ১০৪ রান তুলেছেন তামিম। তার বিদায়ের পর মাত্র ৪৯ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। তামিম যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হয়েছিল ব্যাটিং স্বর্গে রানের ফুলঝুড়ি ঝরছে। কিন্তু তার বিদায়ের পর সব ওলট-পালট।

সেঞ্চুরি নিয়ে উৎফুল্ল তামিম বলেছেন, ‘আমি সব সময় অ্যাটাকিং খেলতে পছন্দ করি। আমি এটাকেও উচুঁতে রাখব। আমি যেভাবে ব্যাটিং করতে পছন্দ করি আজকে সেভাবে ব্যাটিং করেছি। প্রথম একটা রান করতে ২০ বল লাগল। ওটা সুন্দরভাবে হ্যান্ডেল করে আমার ১০০ রান হল।’

ইমরুলকে ১ রানে হারানোর পর মুমিনুলকে নিয়ে ১৭০ রানের জুটি গড়েন তামিম ইকবাল। দিন শেষে বাংলাদেশের স্কোর ২২০। তামিমের মতে দ্বিতীয় উইকেটে তাদের বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। তামিম বলেছেন, ‘আমাদের ১৭০ রানের একটা জুটি ছিল। ওই জুটিটা যদি ৫০ রান আরও বেশি করে দিয়ে আসতাম তাহলে ব্যাটিং বিপর্যয়ে হয়ত পড়তও না! তাহলে দলের জন্য ভালো হত।’

নিজের আউট নিয়ে তামিম বলেছেন,‘আমি ওরকম বল ছেড়ে দিচ্ছিলাম। আমার ইচ্ছায় করছিলাম না, আসলে হয়ে যাচ্ছিল। আমার ভুল ছিল। আমি যদি সোজা খেলতাম কিংবা যদি শট খেলতাম তাহলে ভিন্ন কিছু হতেও পারত। মুমিনুলের আউটটা যদি দেখেন। একই জায়গায় পড়ে একটা ভিতরে ঢুকেছে আরেকটা টার্ন করছে। তারপরও আমরা ৩০ ওভার ব্যাটিং করেছি এবং ওই বলগুলোকে আমাদের আরও ভালোভাবে হ্যান্ডেল করা উচিত ছিল।’