তুর্কি ডোনের সফলতার গুণগান এখন বিশ্ব গাওয়া শুরু করেছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান  বলেছেন, তুর্কি ডোনের সফলতা বিশ্বের সবাই জানে। তুরস্কে আকিঞ্চি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আছে, তা মাত্র তিনটি দেশের হাতে রয়েছে। চালকহীন এ বিমান জঙ্গির বিরুদ্ধে যুদ্ধ ও সফলতার জন্য ব্যবহার করা হয়। সিরিয়া থেকে শুরু করে কারাবাখ যুদ্ধেও জঙ্গিদের নির্মূলে তুর্কি ড্রোন ব্যবহার হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে এ কথা বলেন তিনি।

বিশ্ব এখন তুর্কি ড্রোনের সফলতার গুণগান গাওয়া শুরু করেছে বলে জানিয়েছে এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোনসহ সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র তুরস্কেই তৈরি করছে।

তিনি বলেন, আমাদের হাতে নেওয়া ড্রোনের উন্নয়ন প্রকল্প আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে শেষ হবে। তখন আমাদের ড্রোন বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও জলবায়ুসহিষ্ণু প্রযুক্তির হবে।

গত ৮ জুলাই ৩৮ হাজার ৩৯ ফুট ওপর দিয়ে আকিঞ্চি নামের ড্রোনটি টানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড্ডয়ন করে ইতিহাস রচনা করে। ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সূত্র: ইয়ানি শাফাক।