দক্ষিণ আইচায় কাবিখার অর্থায়নে নতুন রাস্তা নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধিঃ ভোলা চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন-৯ নং চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নং দুটি গ্রামের জন-সাধারনের চলাচলের দূর্ভোগ লাঘব করতে (কাবিখা) প্রকল্পের অর্থায়ন থেকে তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার।
(৪ মে) মঙ্গলবার সকালে আলহাজ্ব নুরইলাম বয়াতির মসজিদ এর কাছ থেকে চরমানিকা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার বাড়ির মেইন সড়ক পর্যন্ত নতুন রাস্তাটি নির্মান কাজের শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, চরমানিকা ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ মন্নান, স্থানীয় শাহবউদ্দিন,ও সাংবাদিক এম আর মমিন,সাংবাদিক কবির, হাসান লিটন সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়,দুটি গ্রামের সংযোগ রাস্তাটি না থাকায়,অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে তাদের।
নির্মান কাজ শেষ হলে তাদের চলাচলের খুবই সহজ হবে। কাবিখা প্রকল্পের অর্থায়নে এ রাস্তাসহ একাধিক রাস্তা সংস্কার,নির্মান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ দক্ষতার সহিত পালন করায় আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারকে পুন:রায় চেয়ারম্যান হিসাবে পেতে চায় স্থানীয়রা।