দক্ষিণ কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাপিড অ্যাকশ ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৬ আগস্ট) রাতে দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক হাউজিং এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‍্যাব সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন খবরে র্যাব সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, র‍্যাব-১০ এর সদস্যরা দুজনকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।