দক্ষিণ কোরিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এই প্রথম তার প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তা বিদেশ সফর করছেন।

উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়াকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত চুক্তির আলোকে সহায়তা দেওয়া অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করবেন মাটিস।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা করতে যথেষ্ট কাজ করছে না দক্ষিণ কোরিয়া ও জাপান। ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন, এই দুই দেশ নিজেরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। কিন্তু উভয় দেশ তার পরামর্শ প্রত্যাখ্যান করে।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের দীর্ঘদিনের নীতির বিরুদ্ধে গিয়ে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন।

শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকবেন মাটিস। এর মধ্যে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী হান মিন-কো ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

দক্ষিণ কোরিয়া থেকে জাপানে যাবেন মাটিস। জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জোরদার ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে কৌশলগত আলোচনা করবেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।