দক্ষিনখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ, র‍্যাবের হাতে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিনখানের ফায়দাবাদ চৌয়ারীরটেক এলাকায় র‍্যাব-১ ও দক্ষিনখান থানার যৌথ অভিযানে তৈয়ব উদ্দিন নামে এক ব্যাক্তিকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।

সোনালি অভিযোগে ভিত্তিতে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, আসানী তৈয়ব অভিযোগকারী সোনালীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তাকে বিয়ের প্রলোভনে তুলে এনে নিকাহ রেজিষ্ট্রি ছাড়া স্থানীয় এক মোল্লার মাধ্যমে বিবাহের নাটক সাজিয়ে ফায়দাবাদ এলাকার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় তাকে ক্রমাগত ধর্ষণ করে। পরে বাদি তাকে বারবার রেজিষ্ট্রি বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে (তৈয়ব) নানা টালবাহানা শুরু করে। আজ করবো না কাল করবো বলে ঘুরাতে থাকে। তৈয়ব আরও এক নারীর সাথে একই রকম প্রেমের সম্পর্ক গড়ে তুলে জানতে পারেন বাদী। সোনালী এই বিষয়ে জানতে চাইলে সে (তৈয়ব) উত্তেজিত হয়ে পড়ে এবং বাদীকে ছেড়ে চলে যায় ও সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সোনালী তৈয়বের সাথে যোগাযোগের সব ধরনের চেষ্টা করে ব্যর্থ র‍্যাবের কাছে অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে র‍্যাব গতকাল অভিযান পরিচালনা করে আসামী তৈয়বকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী তৈয়বের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়াতে।

তৈয়বকে আটকের পর দক্ষিনখানে থানায় সোপর্দ করা হলে তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে ধারা ৯/১ এ মামলা রজু হয়। মামলা নং ৪৩/২০২২

আজ মঙ্গলবার (২২ মার্চ) আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়ছে বলে ক্রাইম পেট্রোলবিডিকে জানান দক্ষিনখান থানার ওসি তদন্ত