দলীয় নেতা-কর্মীদের ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

সচিবালয় প্রতিবেদক : যারা অপকর্ম করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সেসব নেতা-কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণে করেছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নব নির্বাচিত এই সাধারণ সম্পাদক বলেছেন, ‘আওয়ামী লীগ অনেক বড় দল। কিছু সমস্যা তো আছেই। ক্ষমতার সুযোগে কিছু আবর্জনা ঢুকে পড়েছে। অপকর্ম করে তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ইতিমধ্যে তাদের বলা হয়েছে- সংশোধন হয়ে যান, না হলে নমিনেশন প্রশ্নবিদ্ধ হবে।’

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন,  ‘আওয়ামী লীগে ডিসিপ্লিন আনা হবে। দলকে আরো শক্তিশালী করা হবে, যাতে শক্তিশালী সরকারের সঙ্গে শক্তিশালী আওয়ামী লীগ তাল মেলাতে পারে।’

বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।