দিনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের পঞ্চম ও শেষ দিনে সুখবর দিলেন তাসকিন আহমেদ। দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন ডান-হাতি এই পেসার।

রোববার (২৫ এপ্রিল) দিনের পঞ্চম ওভার ও ইনিংসের ১৫৪তম ওভারের চতুর্থ বলে ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন তাসকিন। এতে ৫৫৩ বলে দিমুথ করুণারত্নের সঙ্গে করা জুটিতে থামে ৩৪৫ রানে। ২৯১ বলে ১৬৬ রান তুলে বিদায় নেন ডি সিলভা।

১৫৫ তম ওভারের চতুর্থ বলে আবারও আঘাত হানেন তাসকিন। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন করুণারত্নে। তার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক।

১৫৯ ওভার পর ৫ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৫৫০ রান। ৯ রানে লিড পেয়েছে তারা।

২০ বলে ১০ রান করে অপরাজিত আছেন পাথুম নিশাঙ্কা। তার সঙ্গে যোগ দিয়েছেন ৯ বলে ৫ রান করা নিরোশান ডিকভেলা।

চতুর্থ দিনের পুরোটা সময় দাপট দেখান করুণারত্নে ও ডি সিলভা। বাংলাদেশের বোলাররা দিনভর ৭৬ ওভার বল করে একটিও উইকেট তুলতে পারেননি। অন্যদিকে ২৮৩ রান তুলে দুই ব্যাটসম্যান।