দিন দিন মুন্সিগঞ্জে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়ছে

জেলা প্রতিনিধিঃ ডেঙ্গুর প্রকোপে সারাদেশে যখন রোগীর সংখ্যা বাড়ছে। প্রথম প্রথম ডেঙ্গুর প্রকোপ মুন্সিগঞ্জে কম থাকলেও দিন দিন তার বাড়ছে। শেষ কয়েকদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক রোগী।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন। গত রোববার (৪ আগস্ট) এ সংখ্যা ছিল ১৬ জনে। একদিনের ব্যবধানে ভর্তি হয়েছেন ১৫ জন ডেঙ্গু রোগী।
তবে এ জেলাতে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩২ জন। এছাড়া ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সূত্রে আরও যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক বেড়েছে জেলার মানুষের মধ্যে। জেলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়িই ডেঙ্গু শনাক্তকরণ করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে।
তবে এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। তবে জেলায় মোট কতজন আক্রান্ত হয়েছেন এমন কোনো তথ্য নেই সংশ্লিষ্ট বিভাগের কাছে।
মুন্সিগঞ্জ সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, জেলায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন। এদের মধ্যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, টংগিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণে পর্যাপ্ত কীটের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট মো. শহিদ জানান, মঙ্গলবার (৬ আগস্ট) ২০ জন ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা করেছেন। এদের মধ্যে দুইজন রোগীর ডেঙ্গু চিহ্নিত হয়েছে।