দুই টেস্টের ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছিলেন

ক্রীড়া ডেস্ক : জাফর আনসারির চোটে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছিলেন। আর টেস্টে অভিষেকেই রেকর্ড গড়লেন লিয়াম ডসন।

ইংলিশ এই ব্যাটসম্যান চেন্নাইয়ে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন শনিবার আটে নেমে দারুণ এক ফিফটি করেছেন, খেলেছেন অপরাজিত ৬৬ রানের ইনিংস। টেস্ট অভিষেকে আটে নেমে কোনো ইংলিশ ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ইনিংস।

ডসন ভেঙে দিয়েছেন এই টেস্টেই তার সতীর্থ জনি বেয়ারস্টোর বাবা ডেভিড বেয়ারস্টোর ৩৭ বছরের অক্ষত রেকর্ড। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে ওভালে ভারতের বিপক্ষেই অভিষেকে আটে নেমে ৫৯ রান করেছিলেন বেয়ারস্টো।

অবশ্য বেয়ারস্টো ইনিংসটি খেলেছিলেন অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে। আর ডসন অভিষেক ইনিংসেই বেয়ারস্টোকে ছাড়িয়ে গেলেন।

অভিষেকে আট বা এর পরে নেমেও কোনো ইংলিশ ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ইনিংস। এর আগে ১৯৯৪ সালে ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকে নয়ে নেমে ৬৫ রান করেছিলেন ড্যারেন গফ। অর্থাৎ অভিষেকেই দুটি রেকর্ড গড়লেন ডসন।

রেকর্ড ইনিংস খেলার পথে অষ্টম উইকেটে আদিল রশিদের সঙ্গে ১০৮ রানের বড় জুটিও গড়েন ডসন। তাতে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড পায় ৪৭৭ রানের বড় সংগ্রহ।