দুই বাংলাদেশি শ্রমিকের মরদেহ আজ দেশে পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ায় ভূমিধসে নিহত দুই বাংলাদেশি শ্রমিকের মরদেহ আজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের এম এইচ-১৯৬ ফ্লাইটে ঢাকায় তাদের মরদেহ আসবে বলে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। সেলাঙ্গুরের ভি আর ইন্ডিয়ান কাসকেট কোম্পানি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহ আনছে।

নিহত দুই শ্রমিক হলেন-বগুড়ার গাবতলী থানার উত্তর পাড়া গ্রামের তমির উদ্দিন সরকারের ছেলে রানা (৩৯), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুরের মো. দুলাল হোসেনের ছেলে মাসুদ রানা (২৩)। ল্যাংগাত-২ পানি শোধনাগারের নির্মাণ কাজ করছিলেন তারা। ২২ এপ্রিল দেশটির সেলাঙ্গুর রাজ্যের হুলু ল্যাংগাতে ভূমিধসে তারা নিহত হন।

নির্মাণাধীন শোধনাগারের কাছে একটি খামারবাড়িতে ১১ বাংলাদেশি ও ৯ ইন্দোনেশিয়ান থাকতেন।

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন জানিয়েছে, ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। কয়েকদিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে।