দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই

সচিবালয় প্রতিবেদক : দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেনআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘আদালতের রায়ে দুই মন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রিত্ব হারানোর প্রয়োজন পড়ে না।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননার বিষয়ে উচ্চ আদালতের দেওয়া রায়ের প্রেক্ষিতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এমপিদের ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল ৬৬ (সংবিধানের ৬৬ অনুচ্ছেদ) ক্লিয়ারলি দেওয়া আছে। এই প্রেক্ষিতে কিন্তু সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না, এই সাজার পরেও।’

তিনি বলেন, ‘আমার মনে হয় যে তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বা তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো প্রয়োজন নেই।’

রায়ের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘দুই মন্ত্রীর রায়ে মাননীয় আদালত বলেছেন, শপথ ভঙ্গের বিষয়ে রায় দেওয়া হচ্ছে। কিন্তু আদালত বলেননি যে, তাদের মন্ত্রিত্ব থাকতে পারবে না।’

ছাত্রশিবির নিষিদ্ধ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্রশিবির কীভাবে নিষিদ্ধ করা যায়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’