দূষিত পানিতে ধ্বংশ হচ্ছে বৈচিত্রময় তুরাগ নদী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আশিকুর রহমান: একসময় প্রবাহমান জলধারা ছিল ঐতিহ্যবাহী তুরাগের, চলত নান রঙের পাল তুলা নৌকা। নদ কেন্দ্রের জীবন ছিল নদীর দুই অঞ্চলের মানুষের। কিন্তু দিনদিন পানি দূষণ ও নদী ভরাট হয়ে যাওয়ার কারণে সেই তুরাগ আজ মৃত প্রায়, নেই তেমন পানির প্রবাহধারা। দূষিত ও কালো হয়ে গেছে নদীর পানি। নদী বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর যার ফলে কমে যাচ্ছে পানির প্রবাহধারা। দেখা মেলে না আগের মত স্রোতের বিপরীতে পাল্লা দিয়ে নৌকা চলাচল। হারিয়ে যাচ্ছে নদী অঞ্চলের বৈচিত্রময় দৃশ্য, গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন সূত্রাপুর অঞ্চল হতে বুড়িগঙ্গা পর্যন্ত নদীর পুরো অংশের পানিতে কল কারখানার বর্জ্র পদার্থ ও নানা উপাদান মিশ্রিত দূষিত পানি সরাসরি এসে পড়ে। ফলে নদীর পরিষ্কার পানি পরিণত হচ্ছে দূষিত ও কালো পানিতে। এর প্রধান কারণ শতশত শিল্প কারখানার অপরিশুধিত ময়লা পানি। গাজীপুরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় ৭ হাজার কল কারখানা এর মধ্যে সংখায় সবচেয়ে বেশী তৈরি পোশাক ও ডাইং কারখানা। এসব কারখানার

অপরিশুধিত দূষিত পানি সরাসরি ফেলা হচ্ছে নদী ও খালে। অধিকাংশ কারখানার নেই কোন পানি ষোধনাগার, আবার থাকলেও তার সঠিক ব্যবহার করে না কোম্পানি। যত্রতত্র এসব শিল্প কারখানার বর্জ্রে দূষিত হচ্ছে নদী, খাল, বিল ও চারপাশের পরিবেশ হারাচ্ছে বাসযোগ্যতা। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, হরিণহাটি, মৌচাক, সফিপুর, সুত্রাপুর, আন্দারমানিক, সুরিচালা, তেলিরচালা, মুরাদপুর, মাজুখান সহ বেশ কিছু একালায় স্থাপিত কারখানার বর্জ্র পদার্থ ও দূষিত কালো পানি সরাসরি ফেলা হয় খাল, বিল ও ড্রেনে সেখান থেকে বয়ে আসে নদীতে এ কারণেই কালিয়াকৈর অঞ্চলে দূষিত পানির পরিমান সবচেয়ে বেশি থাকে বলে জানান নদী অঞ্চলের জনগণ। ফলে এসব নদী অঞ্চলের মানুষকে ভোগতে হয় বিভিন্ন সমস্যাতে। এক পর্যায়ে এলাকা বাসীকে জিজ্ঞেস করা হলে তারা বলেন নদী হতে সেচকৃত দূষিত পানি ফসলি জমিকে করে দিচ্ছে অনুর্বর, বাধাগ্রস্থ হচ্ছে ফসলের স্বাভাবিক বৃদ্ধি। নদের অভ্যান্তরে থাকা জলজ প্রাণী ও উদ্ভিদের নেই কোন চিহ্ন। দেখা দিচ্ছে প্রচুর ডেঙ্গু মসার উপদ্রব ও মানুষের পানিবাহীত নানা রোগ।শুষ্ক মৌসুমের পুরো সময় পর্যন্ত পানির এই অবস্থা থাকে। নদের দুই পাশে অবস্থিত কয়েকশত গ্রামের ফসলি জমি ও প্রাণীজ সম্পদের উপর ক্ষতিকর প্রভাব পরছে বলেও জানা যায় স্থানীয় লোকজনের কাছে থেকে। নদীর প্রবাহ বৃদ্ধি করে দূষিত অবস্থা দূর করতে সরকার একটি নদী খনন প্রকল্প চালু করলেও তা হচ্ছে ধীরগতিতে, নদী খননের নামে তালবাহানা করে যাচ্ছে ড্রেজিং কর্তৃপক্ষ। তাই সরকারের কাছে সাধারণ জনগণের দাবী নদীর এই দূষিত অবস্থা দূর করণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নদীর স্বাভিবিকতা ফিরিয়ে দেওয়ার।