দৃশ্যমান হচ্ছে পদ্মার সংযোগ সেতুও

পদ্মা সেতুর সংযোগ সেতুও এখন দৃশ্যমান। সংযোগ সেতুতে নিচে রেল এবং উপরে যানবাহন চলাচল উপযোগী করার কাজ চলছে সমানে। জাজিরা প্রান্তের সব গার্ডার বসানোর পর সংযোগ সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। আর মাওয়া অংশেও বেশিরভাগ গার্ডার বসে গেছে।

মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর কাজও এগিয়ে যাওয়ায় খুশি পদ্মা পাড়ের মানুষ। স্থানীয় একজন জানান, আমরা খুব দ্রুত পদ্মা সেতু দিয়ে চলাচল করতে পারবো।

পদ্মা সেতুতে কর্মরত শ্রমিক জানান, আমরা যারা এই সেতুতে কাজ করছি, তারা মনোযোগী হয়ে করছি। কারণ এটা আমাদের সম্পদ, যা বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

সুউচ্চ মূল সেতুর সাথে সড়কের ঢাল মিলাতে তৈরি করা হচ্ছে সংযোগ সেতু। চার লেনের পদ্মা সেতুর সাথে মিশে গিয়ে এই সংযোগ সেতু দুই লেন করে এক্সপ্রেসওয়ের সাথে এবং রেললাইনের সাথে যুক্ত হচ্ছে। এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানান, আনুষঙ্গিক কাজের মধ্যে কিছু ঢালাই কাজ বাকি রয়েছে। যা খুব দ্রুত সম্পন্ন করা হবে জাজিরা প্রান্তে। আর মাওয়া প্রান্তের গার্ডার স্থাপনের কাজ চলমান রয়েছে। এগুলোও দ্রুত সম্পন্ন হবে।

সংযোগ সেতুর অগ্রগতি ৭৯ শতাংশ। ৪১৪টি টি-গার্ডার তৈরি শেষ। বাকি ২৪টি তৈরির কাজ চলছে মাওয়ায়।