দেশের বাজারে বাড়ছে এলপিজির দাম

এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম আরও ৪০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এই মূল্য, আর এটি সর্বোচ্চ খুচরা মূল্য এখন পর্যন্ত। অনলাইন ব্রিফিংয়ে বিইআরসি চেয়ারম্যান জানান, আমদানি মূল্য বাড়ায় দেশের বাজারে বাড়ছে এলপিজির দাম।

কয়েকমাস ধরেই চড়া এলপিজির বাজার। চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরামকোর সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে এর দাম নির্ধারণ করা হয়। নতুন করে দাম বাড়িয়ে ১২ কেজি এলপিজির মূল্য ১ হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা কার্যকর হবে বুধবার থেকে।

উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।