দেশের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : উজানের পানিতে প্লাবিত দেশের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। পাশপাশি সেখানকার ভুক্তভোগী কৃষকদের কৃষি উপকরণ দিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশে খুবই নীরবে একটি ভয়াবহ এবং ভয়ঙ্কর দুর্যোগ ঘটে গেছে এপ্রিল মাসের শুরুতে।  উজানের পানিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনার হাওর অঞ্চলের সাড়ে তিন লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘উজানের ঢল ও ভারি বর্ষণে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি কোনো মন্ত্রীও ওই এলাকায় যাননি। ত্রাণ সামগ্রিক দেননি।’

ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা খুবই মানবেতর জীবন যাপন করছেন জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু সরকারের লোক দেখানো সহায়তা অপ্রতুল। আসলে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই।’

হাওর অঞ্চলের ভুক্তভোগী মানুষের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি এ ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সেখানে পাশে দাঁড়ানোর কথা বলা হয়। সেই নির্দেশ মোতাবেক আমি নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে সাধ্যমতো সহায়তা করেছি। স্থানীয় নেতৃবৃন্দকে পাশে দাঁড়ানোর কথা বলেছি।’

বিএনপি মহাসচিব অবিলম্বে হাওর অঞ্চলের পুরনো কৃষি ঋণ মওকুফ, বিনামূল্যে সার, বীজ বিতরণসহ কৃষি উপকরণ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা  সৈয়দ আলমগীর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স,  সাখাওয়াত হোসেন জীবন, ব্যারিস্টার কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, এটিএম আবদুল বারী ড্যানি প্রমুখ।

এ ছাড়া নেত্রকোনো জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাংগঠনিক মনিরুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মির্জা হায়দার আলী, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুল হাসান আরিফ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।