দেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় এ কর্মসূচির প্রস্তাব করেন।

আগামী ২০১৭-১৮ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৪২৩ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আইন ও বিচার বিভাগের জন্য এ প্রস্তাবের মধ্যে অনুন্নয়ন খাতে ৯১৯ কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৫০৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রীর বক্তৃতায় আগামী অর্থবছরে দেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান প্রকল্প, অধঃস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মান প্রকল্প, সরকারী আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান প্রকল্প ও জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, বিচার প্রার্থীদের কাছে আইনের সেবা সহজগম্য করতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।