দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম । প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা বেড়ে ভরি উঠেছে ৭২ হাজার ৭৮৩ টাকায়। স্বর্ণের এই নতুন দাম বাজারে কার্যকর হবে আজ থেকে।

দেশের বাজারে এর আগে কখনই এতো বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। সংগঠনটির তথ্য, আন্তর্জাতিক ও দেশের বাজারে দামের সমন্বয় করে এই দাম ধার্য করা হয়।

নতুন মূল্যে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণেরদাম পড়বে ৭২ হাজার ৭৮৩ টাকা।২১ ক্যারেটের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেটে ৬০ হাজার ৮৮৬ টাকা আর প্রতিভরি সনাতন স্বর্ণেরদাম পড়বে ৫০ হাজার ৫৬৩ টাকা।

তবে, রুপার দামের কোন পরিবর্তন হয়নি। প্রতিভরি রুপার দাম ৯৩৩ টাকা।

এর আগে সব‌শেষ ২৩ জুন প্রতিভরি স্বর্ণে দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে বাজুস। সেসময় প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণেরদাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৮৬৭ টাকা।