দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ

নিজস্ব প্রতিবেদক : ভারত-বাংলাদেশ মৈত্রি ট্রেন থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার রাতে কলকাতা হয়ে ঢাকায় মৈত্রি ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে আসলে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে মৈত্রি ট্রেনে ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি ৭৭টি ব্যাগ আটক করে। যা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছে। জব্দকৃত পোশাক রেলওয়ের স্টেশন মাস্টারের কক্ষে সিলগালা করে রাখা হয়েছে।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দার উপপরিচালক শরীফ আল হাসান রাইজিংবিডিকে বলেন, ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি ৭৭টি ব্যাগ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এখনো কাউকে আটক করা হয়নি।