দৌলতদিয়ায় ফেরি সংকট, যানবাহনের দীর্ঘ সারি

ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় প্রায় সাত কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। গাড়ির তেলসহ টাকা ও মোবাইল চুরির ঘটনাও ঘটছে।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া প্রায় সাত কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়।

এদিকে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ। তবে অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দিনের পর দিন পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত যানবাহন ও ফেরি স্বল্পতায় যানবাহনের সিরিয়াল দীর্ঘ হচ্ছে।