দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বেলা দেড়টার দিকে তিনি সমাপ্তি ঘোষণা করেন।

জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন।

সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে শুধু কাউন্সিলরা অংশ নেন। আওয়ামী লীগের দলীয় তথ্য অনুযায়ী ৬ হাজার ৫৭০ কাউন্সিলর অংশ নিয়েছেন।

এ অধিবেশন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জেলার নেতাদের বক্তব্য শোনেন। একই সঙ্গে তিনি তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পাঠ করা হয়। সাংগঠনিক জেলাগুলোর লিখিত প্রতিবেদন পেশ করা হয়।