দ্রুত আড়াইশর রেকর্ড অশ্বিনের

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের মধ্য দিয়ে দ্রুত ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

প্রথম ইনিংসে বাংলাদেশের শেষ উইকেট হিসেবে মুশফিককে আউট করে মাত্র ৪৫ ম্যাচে ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছলেন অশ্বিন।

এর আগে অস্ট্রেলিয়ান পেসার ডেনিস লি সবচেয়ে কম ম্যাচে ২৫০ উইকেট নিয়ে শীর্ষ স্থানটি ধরে রেখেছিলেন। ২৫০ উইকেট নিতে তাকে খেলতে হয়েছিল ৪৮ ম্যাচ। ১৯৮১ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে দ্রুত ২৫০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।

দীর্ঘ ৩৬ বছর পর ডেনিস লিকে হারিয়ে শীর্ষ স্থানটি দখলে নিলেন অশ্বিন। বাংলাদেশের প্রথম ইনিংসে দুটি উইকেট নেন অশ্বিন। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় এ স্পিনার গতকাল সাকিব আল হাসানকে ফেরান্। আজ বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মুশফিককে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট করেন অশ্বিন।

ভারতের স্পিন আক্রমনে বর্তমান সময়ে সবচেয়ে সফল বোলার অশ্বিন। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে টেস্টে ২৫০ এর পাশাপাশি ওয়ানডেতে ১০৫ ম্যাচে ১৪৫টি উইকেট রয়েছে তার দখলে।