ধারাবাহিকভাবে চলছে জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সংকুচিত করে একদলীয় শাসনব্যবস্থা পোক্ত করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের একটি মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় এটি অত্যন্ত স্পষ্ট যে, সরকার কোনোভাবেই বিরোধীমতকে সহ্য করছে না এবং তারা গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সংকুচিত করছে। একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে দ্রুততার সাথে পা ফেলছেন।’ ‘দমন-নিপীড়ন, হামলা-মামলার পথ অনুসরণ করে সরকার যেভাবে গণতন্ত্রকে অবরুদ্ধ করে সাধারণ মানুষকে বন্দি করেছে তা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করারই অভিসন্ধি। রাষ্ট্র পরিচালনায় সকল দিক থেকে বৈধতা হারিয়ে ক্ষমতাসীনরা আরো বেশি বেপরোয়া ও দুর্বিনীত কর্মকাণ্ডে মেতে উঠেছে’, বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশের বিরোধীদলের জাতীয় রাজনীতিকদের সম্মান ক্ষুন্ন করে তাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও হেনস্তা এবং সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করা কোনো সুস্থ রাজনীতির পরিচয় নয়।’

সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের ন্যায় বিচার পাওয়ার শেষ ভরসাটুকুও বিলীন হয়ে গেছে। প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার জন্যই ধারাবাহিকভাবে চলছে জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ। সেই আক্রমণের অংশ হিসেবেই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’ মির্জা ফখরুল অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।