ধোলাইপাড়ে ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন

ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে রাজধানীর ধোলাইপাড় চৌরাস্তায় মানববন্ধন করছে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ।

শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টার পর থেকে শুরু হয় এ কর্মসূচি। মানববন্ধনে অংশ নিয়ে জনপ্রতিনিধিরা জানান, ধর্মান্ধ গোষ্ঠী কখনোই স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলতে পারবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে যারা বিরোধিতা করছে, দলমত নির্বিশেষে তা রুখে দেবার আহ্বান জানিয়েছে যাত্রাবাড়ী-ধোলাইপাড় এলাকার জনপ্রতিনিধিসহ রাজনৈতিক সংগঠনগুলো। ধোলাইরপাড় চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করেন জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

মানবন্ধনে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন ইসলামিক দল ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো অংশ নেয়।

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারীদের উদ্দেশ্য করে বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্যের বিরুদ্ধে অংশ নিলে জনগণ তাদের রুখে দেবে।

রাজধানীর ধোলাইপাড় মোড়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের কথা রয়েছে।