নগরগৃহে তুলসী

নিউজ ডেক্সঃ রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠছে তুলসী। আবাসিক ভবনের সীমানাপ্রাচীরের বাইরে ও ভেতরে, ভবনের ছাদে বা ফ্ল্যাটের বারান্দায় সযত্নে ঠাঁই করে নিচ্ছে এই গাছ।

নগরীর বাসভবনে তুলসী গাছের জায়গা করে নেওয়াটা কেবল শোভা বাড়ানোর জন্য নয়। ঔষধি গুণের কথা স্মরণে রেখে নগরবাসীর অনেকে অত্যন্ত সমাদরে তুলসীকে ঘরে ঠাঁই দিয়েছেন। তাদের মতে, সর্দি লাগলে তা নিরাময়ে এবং ঠাণ্ডাজনিত রোগ প্রতিরোধে বেশ কাজে দেয় তুলসীর পাতা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সর্দি নিরাময়ে এর জুড়ি নেই।

রাজধানীর অনেক এলাকায় বাসভবনের সামনে এবং বাসার বারান্দায় চোখে পড়ে তুলসী। মোহাম্মদপুর ও আদাবরে অনেক বাসায় যত্নে রয়েছে এই গাছ। বারান্দায় গ্রিলের ফাঁক গলিয়ে উঁকি দেয় সতেজ তুলসীর সবুজ পাতা।

আদাবর ৬ নম্বর রোডে একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের বারান্দায় ছোট-বড় চারটি টবে রয়েছে তুলসী গাছ। ঝাঁকড়া আকার ধারণ করেছে গাছগুলো। বারান্দায় অন্যান্য গাছের সঙ্গে মিলে এগুলো মন কেড়ে নেয়।

ফ্ল্যাটের কর্ত্রী ফেরদৌসী বেগম বলেন, ‘শখ করে বারান্দায় গাছ রেখেছি, এখানে তুলসীও রেখেছি। তবে বলতে দ্বিধা নেই যে, তুলসী গাছের পেছনে খানিক প্রয়োজনীয়তাও কাজ করেছে। তিন বছর ধরে তুলসী গাছ রাখছি। আমার দুটো বাচ্চা, ঘন ঘন সর্দি লাগে। প্রতিবেশীকে দেখে আমরা বারান্দায় টবে তুলসী গাছ লাগিয়েছি। এর পাতা বাচ্চাদের খাওয়াই। এতে মনে হয় সর্দি থেকে তাদের খানিক রক্ষা করা যাচ্ছে।’

মোহাম্মদী হাউজিং লিমিটেড আবাসিক এলাকায় ৫ নম্বর সড়কে একটি ভবনের দ্বিতীয় তলায় বাসার বারান্দায় তুলসী গাছ লাগিয়েছেন জাহিদ হোসেন ও সুলতানা হোসেন দম্পতি। বৃক্ষপ্রেমী এই দম্পতি জানান, তাদের দুটো বাচ্চার ঘন ঘন ঠাণ্ডা লাগে। দুটো শিশুই স্কুলে প্রাথমিক পর্যায়ে পড়ছে। একটু কিছু হলেই বাচ্চাদের সর্দি লেগে যায় এবং অবস্থা কাহিল হয়ে পড়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদের এই অবস্থা। প্রতিনিয়তই তারা ডাক্তারের কাছে দৌড়ান। আত্মীয়স্বজনের বাসায় দেখে শেষ পর্যন্ত বাসায় তুলসী গাছ রাখছেন। ঢাকায় তাদের তিন আত্মীয়ের বাসায় তুলসী আছে। সফল ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, ‘তিনটে গাছ থেকে দু-এক দিন পর পর কয়েকটি করে পাতা নিয়ে দুই বাচ্চাকে খাওয়ানো হয়। এতে সর্দি প্রতিরোধ করা খানিকটা সম্ভব হয়েছে বলে মনে হচ্ছে।’ তিনি অবশ্য বলেন, ‘গাছের প্রতি ভালোবাসাও এখানে রয়েছে। তাই অন্য গাছের সঙ্গে তুলসীও দেওয়া হয়েছে ঘরের বারান্দায়।’

Tulshi
রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদী হাউজিং লিমিটেড আবাসিক এলাকায় ৫ নম্বর সড়কে একটি ভবনের বাইরে তুলসী গাছ (ছবি : খান মো. শাহনেওয়াজ)

চাঁন মিয়া হাউজিং আবাসিক এলাকায় আব্দুল গণি ও করিমুননেছা বেগম দম্পতির বাসায়ও আছে তুলসী গাছ। তাদের মতে, এ গাছ যেমন বাসার শোভা বাড়ায় তেমনি কাজেও দেয়।

তারা জানান, তাদের দুজনেরই ঠাণ্ডার সমস্যা ছিল। হাঁচি শুরু হলে থামতেই চাইতো না এবং নাক দিয়ে ঘণ্টা দু-তিনেক অনবরত সর্দি ঝরত। চিকিৎসা করিয়েছেন কিন্তু ঘনঘনই তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। প্রায় চার বছর হলো তারা বাসার বারান্দায় খুব যত্ন করে তুলসী গাছ রাখছেন এবং এর পাতা থেকে উপকারও পেয়েছেন। পাতা ছিঁড়তে হয় না, পরিপক্ব পাতা গাছের গোড়ায় প্রতিদিনই দু-একটি করে ঝরে পড়ে থাকে। তারা সেটাই কুড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে ফেলেন।

তুলসী (Basil) গাছের বৈজ্ঞানিক নাম ওসিমাম টেনুইফ্লোরাম (Ocimum tenuiflorum). এটি ওসিমাম স্যাংকটাম (Ocimum sanctum) নামেও পরিচিত। গুল্মজাতীয় এই উদ্ভিদের উচ্চতা হয় ৩০ সেন্টিমিটার থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত। বহুপত্রী ও বহু শাখা-প্রশাখাযুক্ত হওয়ায় গাছ বেশ আকর্ষণীয় দেখায়। হিন্দু ধর্মাবলম্বীরা তুলসী গাছকে পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করেন। এ জন্য এই গাছকে বলা হয় ‘হলি বেসিল’ (Holy Basil) । তুলসীর অর্থ অতুলনীয় অর্থাৎ যার তুলনা নেই।

ইউনানী ও আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীর বহু ঔষধি গুণের কথা বলা হয়েছে। তুলসী পাতায় অনেক রোগ নিরাময় হয়। এটি সর্দি, কাশি ও কৃমিনাশক। বিশেষ করে সর্দি প্রতিরোধে তুলসী অত্যন্ত ফলদায়ক। তুলসী পাতা সুগন্ধি ও বিস্বাদযুক্ত। প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে যে, তুলসী পাতা নিয়মিত সেবনে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায়।

রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডে অবস্থিত হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডাক্তার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘তুলসী মূলত মেডিসিনাল প্ল্যান্ট। এর অসাধারণ ঔষধি গুণ রয়েছে। তুলসী কফ নিঃসারক, ফুসফুসের প্রদাহ নাশক। শ্বাসতন্ত্রজনিত সমস্যা নিরসনে এটা খুব ভালো কাজ করে। তুলসীর পাতা সেবনে কোনো ক্ষতি নেই। মানুষ তুলসী গাছ বাসায় রাখছেন, এটা শোভা বর্ধনকারী এমনকি ঔষধি উদ্ভিদ, উপকারী তো বটেই।’

‘এসো বাগান করি’ এবং ‘অন্দরে সবুজের ছোঁয়া’ নামে ফেসবুকে বৃক্ষপ্রেমীদের দুটি গ্রুপের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী গৃহিণী নুসরাত জাহান পিংকি বলেন, ‘তুলসী ছিমছাম গাছ, সহজেই বেড়ে ওঠে এবং বেশি জায়গা নেয় না। এর উচ্চতা ও গড়ন অত্যন্ত দৃষ্টিনন্দন ও মনকাড়া হয়ে থাকে। পরিচর্যার মাধ্যমে এর কাঙ্ক্ষিত আকারও দেওয়া যায়। এই গাছ বাগানের শোভা বাড়ায়। যে কেউ সহজেই বাসার বাইরে বা অন্দরে তুলসী রাখতে পারেন।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর পাশে ৪ নম্বর গেট লাগোয়া নার্সারির বিক্রয়কর্মী আবদুল জলিল জানান, তার এখানে তুলসীর চারা বেশ বিক্রি হয়। জনপ্রিয় গাছগুলোর চেয়ে এর বিক্রি একেবারে কম নয়। জলিল মনে করেন, মানুষ তুলসী গাছ খুব ভালোবাসে।