নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চান এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সুষ্ঠু নির্বাচন করবেন বলে কথা দিয়েছেন । আমরাও তা চাই। এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় পার্টির এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা না কি জাতীয় পার্টির প্রস্তাবনা থেকে এসেছেন, প্রত্রিকায় খবর প্রকাশিত হয়েছে- আমি জানি না। তবে খুশি হয়েছি, আমাদের নামের প্রস্তাবনা থেকে সিইসি হয়েছেন। আমরা চাই তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক।’
দেশকে যানজটমুক্ত করতে এরশাদ প্রাদেশিক সরকার গঠনের দাবি জানান।

তিনি বলেন, ‘যানজটের জন্য কোথাও যাওয়া যায় না। কিন্তু যানজট কমে না বরং দিন দিন বাড়ছে। প্রাদেশিক সরকার হলে এই যানজট থাকতো না। আমি যখন দায়িত্ব নিলাম তখন জনস্বার্থে তাদের কাজে লাগালাম, সমালোচনা হলো, এখন সেনাবাহিনী দেশের স্বার্থে ফ্লাইওভারসহ কতকিছু করে। গরিবের কথা বাসী হলেও ফলে।’

তিনি আগামী ভোটযুদ্ধের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘জেলা-উপজেলার সভাপতি-আপনারা এলাকায় গিয়ে নির্বাচনের জন্য দ্রুত প্রার্থী তালিকা পাঠান। আরো যারা নির্বাচন করবেন তারাও নাম দেন যাতে আমরা বসে সহজে নাম নির্বাচন করতে পারি।

এখনো বিভিন্ন স্থানে আমাদের কমিটি নেই, অনেক কমিটির মেয়াদ উত্তীর্ণ। তাই এলাকায় গিয়ে আপনারা দ্রুত জেলা-উপজেলা কমিটি করেন। দলকে শক্তিশালী করেন, না হলে ভোটযুদ্ধে জয়ী হওয়া যাবে না।

এই ভোটযুদ্ধ মানে ক্ষমতায় যাওয়ার যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে।’

নিজেকে ভোটযুদ্ধের সেনাপতি উল্লেখ করে প্রাক্তন সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘যুদ্ধ জয়ের জন্য চাই যোগ্য সৈনিক ও সেনাপতি। আমাকে তোমরা সেনাপতি মানো তো?’ এসময় উপস্থিত নেতাকর্মীরা জবাব দেন, হ্যাঁ।

তিনি বলেন, ‘তোমাদের মতো সৈনিক চাই, যা আমি পেয়েছি। এবারই ক্ষমতায় যাওয়া সুযোগ। হেলায় সুযোগ নষ্ট করো না। ক্ষমতায় গেলে জাতীয় পার্টিকে মানুষের প্রত্যাশা পুরণ করতে হবে।’

গাইবান্ধার উপনির্বাচন থেকে জাতীয় পার্টির ভোটযুদ্ধের যাত্রা শুরু হবে বলে জানান এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গাইবান্ধা উপ নির্বাচনই জাতীয় পার্টির ভোটযুদ্ধের প্রথম পরীক্ষা। এতে আমাদের পাস করতেই হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হবো। এর মধ্য দিয়েই জাতীয় পার্টির জয়যাত্রা শুরু হবে।’

নির্বাচনের দিন প্রয়োজনে রংপুর থেকে ৫ হাজার নেতাকর্মী দিয়ে নির্বাচনী কেন্দ্র পাহারা দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন।

গাইবান্ধায় উপ-নির্বাচনে নিজের উপদেষ্টা ব্যারিস্টার শামীম পাটোয়ারীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এরশাদ। এসময় তিনি বলেন, ‘পাটোয়ারি মার্জিত ও ভদ্র লোক। তার মত লোক দলে দরকার। আপনারা সবাই তার জন্য কাজ করবেন।’

জাপার কোনো বন্ধু নেই উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, ‘আমরা যাতে ক্ষমতায় আসতে না পারি সেজন্য আওয়ামী লীগ-বিএনপি এক। তাই আমাদের আরো শক্তিশালী হতে হবে।

২৬ বছর ক্ষমতার বাইরে। সেনাপ্রধান ছিলাম, রাজনীতিবিদ হয়েছি। কিন্তু এপথ খুব পিচ্ছিল। বহু ঘাত-প্রতিঘাত অবিচার সহ্য করে আজও টিকে আছি।’

যৌথসভায় জেলা নেতাদের পাশপাশি বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি, উপদেস্টা শামীম হায়দার পাটোয়ারি, ভাইস চেয়ারম্যান মোস্তফা হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, আমির হোসেন ভূঁইয়া এমপি, মহিলা পার্টির সেক্রেটারি অন্যন্যা হোসাইন মৌসুমী।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, সহিদুর রহমান টেপা, সোলাইমান আলম শেঠ, মীর আব্দুস সবুর আসুদ, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টা রিন্টু আনোয়ার, ব্যারিস্টার দিলারা খন্দকার, নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, দিদারুল আলম দিদার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম রাজু, দিদারুল কবির, যুবসংহতির বেলাল হোসেন, সুমন আশরাফ, ছাত্রসমাজের সেক্রেটারি মিজানুর রহমান মিরু, জাপা নেতা মাসুদ চৌধুরী ও সুজন দে।

দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি সাম্প্রদায়িকও না, অসাম্প্রদায়িকও না, আমরা মধ্যপন্থী। দেশ ও জাতির জন্য সঠিক রাজনীতি করতে পারলে ক্ষমতায় যাওয়া সম্ভব।’

তিনি নেতাকর্মীদের প্রতি দেশের জন্য আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।