নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি স্বীকার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি স্বীকার করেছে ইরান । বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

হোসেইন দেহঘান বলেছেন, ইরানের সঙ্গে অন্যান্য দেশের যে পরমাণু চুক্তি রয়েছে কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের কোনো কিছুই এই পরীক্ষার মাধ্যমে লঙ্ঘিত হয়নি।

তিনি বলেন, ‘সাম্প্রতিক পরীক্ষাটি আমাদের পরিকল্পনা অনুসারেই হয়েছে এবং কোনো বিদেশিকে আমাদের প্রতিরক্ষাব্যবস্থায় হস্তক্ষেপের কোনো সুযোগ আমরা দেব না।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং এদেশের একটি ক্ষেপণাস্ত্রকেও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম করে তৈরি করা হয়নি। কাজেই এসব ক্ষেপণাস্ত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় পড়েনি।

প্রসঙ্গত, এক মার্কিন কর্মকর্তা সোমবার জানিয়েছিলেন, ইরান রোববার মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি এক হাজার ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।