নতুন কোচের বিষয়ে যা বললেন পাপন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে তিনজন হাইপ্রোফাইল কোচের নাম শোনা যাচ্ছিল।

যার মধ্যে দুইজনের আগে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল। কিন্তু বিসিবি শেষ পর্যন্ত বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এক সময়কার তুখোর ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশকে।

শিগগিরই তিনি বাংলাদেশ দলে যোগ দেবেন।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচকে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা একজন ফাস্ট বোলিং কোচ খুঁজছিলাম। এই প্রেক্ষিতে আমাদের সঙ্গে তিনজনের কথা চলছিল। আমাদের প্রথম পছন্দ ছিল কোর্টনি ওয়ালশ। যদিও তার জাতীয় দলে কোচিং করানোর কোন অভিজ্ঞতা নেই। তারপরও ওর মতো একজন ক্রিকেট লিজেন্ড বিশেষ করে ফাস্ট বোলিং পাওয়া যায় না। জাতীয় দলের কোচিংয়ে অভিজ্ঞতা না থাকলেও সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল এবং বিভিন্ন ক্লাবে পরামর্শক হিসেবে কাজ করেছে। তার খেলার প্রতি আগ্রহটা এখনো অনেক। সবমিলিয়ে এজন্য তাকেই আমরা পছন্দ করেছি।’

তিনি আরো বলেন, ‘সে মেন্টর হিসেবে পরিচিত। আমাদের কাছে যতটুকু তথ্য আছে কোচ হিসেবে সে যতটুকু সফল তার চেয়ে টেকনিক্যালি অনেক বেশি সফল। সে জানে কী করতে হবে। এখন আমাদের ছেলেদের কতটুকু দিতে পারবে, এটা সময়ই বলবে। আমার ধারনা, সে আমাদের পেস বোলিংয়ের জন্য বিরাট সংযোজন। ইনশাল্লাহ আগামীকাল রাতেই তিনি চলে আসবেন।’

তবে নতুন কোচের নাম ঘোষণা করতে বেশ সময় নেয় বিসিবি। সময় নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সে আমাদের কনফার্ম করার পরও যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলছিল, এ জন্য পদত্যাগ পত্রটা জমা দিতে পারছিল না। তার উপর আমি ছিলাম না দেশে। এজন্য আরও একটা দিন দেরি হয়ে গেল।’