নতুন হেয়ারকাট দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক:  জুভেন্টাসকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বাদশ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে রিয়াল। গতবার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয়ের পর এবারও সেটা নিজেদের দখলেই রাখলো জিনেদিন জিদানের রিয়াল। কোপা দেল’রে শিরোপার জন্য ট্রেবল মিস হলেও লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়েছে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি।

শুরুটা করেছিলেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস। এবার স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পর চুলে কেটে ফেলেছিলেন তিনি। এরপর মর্যাদার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর সেই তালিকায় যোগ দিলেন রিয়ালের তারকা খেলোয়াড় ক্যাসেমিরো। এরই ধারাবাহিকতায় রিয়ালের লা ডুডেসিমা শিরোপা উদযাপনের জন্য মাদ্রিদের প্লাজা ডি সিবিলেসে পৌঁছার আগে নতুন হেয়ারকাট দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রোনালদোর। জুভেন্টাসের শক্তিশালী রক্ষণ দেয়াল ভেঙে জোড়া গোল করেন পর্তুগিজ এ তারকা। এর ফলে একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন লিগের তিনটি আসরে গোল করে রেকর্ড গড়েন তিনি। মর্যাদার এ চ্যাম্পিয়নস লিগ শিরোপা উদযাপনের জন্য সতীর্থদের সঙ্গে হেয়ারকাটের মিছিলে যোগ দিয়েছেন চার বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।