নদীবন্দর এলাকায় ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক : কয়েক জেলার নদীবন্দর এলাকায় ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল (সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা) এবং এর পার্শ্ববর্তী এলাকায় ১৯ থেকে ২৪ এপ্রিল সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।