নরসিংদী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার-৩৩

আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে  ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায়  অভিযান পরিচালনা করে ৩৩ জন আসামী এবং ৪৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানাঃ সিআর পরোয়ানা মূলে ৩ জন, জিআর সাজা পরোয়ানা মূলে ১ জন ও নিয়মিত মামলায় ৫ জন গ্রেফতারসহ ২০৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাধবদী থানাঃ জি-আর পরোয়ানা মূলে ১ ও পূর্বের মামলায় ১ জন গ্রেফতার হয়।
পলাশ থানাঃ নিয়মিত মামলায় ২ জন গ্রেফতারসহ ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শিবপুর থানাঃ সিআর পরোয়ানা মূলে ১ জন, নিয়মিত মামলায় ২ জন গ্রেফতারসহ ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মনোহরদী থানাঃ জি-আর পরোয়ানা মূলে ১ জন, সিআর পরোয়ানা মূলে ২ জন ও নিয়মিত মামলায় ৩ জন গ্রেফতার হয়।
বেলাব থানাঃ-  সিআর পরোয়ানা মূলে ৩ জন গ্রেফতার হয়।
রায়পুরা থানাঃ- জি-আর পরোয়ানা মূলে ৩ জন, জিআর সাজা পরোয়ানা মূলে ১ জন, সিআর সাজা পরোয়ানা মূলে ১ জন, নিয়মিত মামলায় ২ জন গ্রেফতারসহ ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিবিঃ  নিয়মিত মামলায় ১ জন গ্রেফতারসহ ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় (তামিল,রিকল ও অন্যান্য ভাবে) মোট ৩২ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।