নাটোরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাটোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব বলেন, আদালতের নির্দেশ অনুয়ায়ী আমাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। আগামী দুই দিন এ অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে।