নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে বড়দিন পালিত

এস. এম.মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব বড়দিন।

দিনটি উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর জেলার গোবিন্দনগরে অবস্থিত ঠাকুরগাঁওয়ের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় মারিয়াম চার্চে শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া আজ রবিবার (২৫ ডিসেম্বর) উৎসবের মূল আনুষ্ঠানিকতাসমূহ সম্পন্ন হয়।

কেক কাটা, বিশেষ প্রার্থনা, নাচ-গানের মাধ্যমে দিনটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। চার্চ প্রধানের বিশেষ দাওয়াতে প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও ঠাকুরগাঁওয়ের অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর উপজেলায় উপাসনালয়ে যিশু খ্রীস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়। এসময় বাংলাদেশসহ গোটা বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।