নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে জানিয়েছেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি খুব কম দেখা গেছে।

সকাল থেকে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে এমনটি হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে নির্বাচনী কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।

আরও জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম দাবি করেছেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

তবে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।

নারায়ণগঞ্জ- ৫ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন।

এর মধ্যে বন্দরের ভোটার দুই লাখ ১০ হাজার ৯৬ জন।

শহরের ভোটার এক লাখ ৪১ হাজার ৩০৯ জন।

এপ্রিল মাসে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়।

এ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কোনও প্রার্থী দেয়া হয়নি।

জাতীয় পার্টির পক্ষ থেকে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাংসদের ভাই সেলিম ওসামান।

এছাড়া, এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক আওয়ামী লীগ নেতা এস এম আকরাম, কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ ।