নারায়ণগঞ্জে শুটার রিয়াজসহ গ্রেফতার ৫, অস্ত্র ও মাদক উদ্ধার

হত্যাসহ ১৫ মামলার আসামি রিয়াজ বাহিনীর প্রধান শুটার রিয়াজুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই বাহিনী দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রম ও নির্যাতন চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। বুধবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করে বিভিন্ন সময় রিয়াজ বাহিনীর নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। তাদের দাবি, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে তুলেছিল এই বাহিনীর নিজস্ব সাম্রাজ্য। কেউ প্রতিবাদ করলেই দেওয়া হতো খুনের হুমকি, করা হতো শারীরিক নির্যাতন।

গ্রেফতারের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এলাকায় কোনো ভবন নির্মাণ বা নতুন দোকান নিতে হলে তাদের চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে গুলি করে ও কুপিয়ে জখমের ঘটনাও অনেক ঘটেছে। এমনকি ভুলতা এলাকার মহাসড়কে তারা রাতের বেলায় বহুবার ডাকাতি করেছে।’ ডাকাতি তাদের অন্যতম পেশা ছিল বলেও জানান র‌্যাবের এই মুখপাত্র।

রিয়াজ বাহিনীর মূলহোতা শুটার রিয়াজের বিরুদ্ধে হত্যা মামলাসহ আরও ১৫ মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।