নারীদের ক্ষমতায়নের জন্য দরকার সম্মিলিত চেষ্টা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ নারীদের ক্ষমতায়নের জন্য সম্মিলিত চেষ্টার দরকার।

তিনি বলেন, এক সময় ধর্মান্ধরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের পিছিয়ে রেখেছিল। শেখ হাসিনা সরকারের কারণে সেটা অনেকটা কাটিয়ে উঠছে।’

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের উই সামিট ২০২২ উদ্বোধনকালে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে নারীরা অনেক এগিয়ে এসেছে। বর্তমান সময়ে শিক্ষা, সেনাবাহিনী সবক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। যা কারো দোয়ায় হয়নি, হয়েছে তাদের যোগ্যতায়।

নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে উইমেন এন্ড ই-কমার্স ফোরামটি। বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় ১৩ লাখের বেশি। যার মধ্যে ৫ লাখ সদস্য কাজ করেন দেশীয় পণ্য নিয়ে।