নারী শ্রমিকরা তাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন নয়

নিজস্ব প্রতিবেদক : জাগরণ ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক আমেনা আক্তার দেওয়ান বলেছেন, নারী শ্রমিকরা তাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন নয়। সচেতনতা তৈরি করতে পারলে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সম্ভব হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাগরণ ফাউন্ডেশন আয়োজিত গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আমেনা আক্তার বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে শ্রম আইন অনুসারে কর্মক্ষেত্রে নারীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, মাতৃত্বকালীন সুরক্ষাসহ আইনগত সহায়তা প্রদান করে থাকে। এছাড়া সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় মেহনতি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জান্নাত ফাতেমা, শেফালি হোসেন, শিল্পী আক্তার, ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।