নালিতাবাড়ীতে ৩০ হাজার খ্রিষ্টভক্তের পদচারনায় শেষ হলো তীর্থ উৎসব

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রায় ৩০ হাজার খ্রিস্টভক্তের পদচারনার মধ্য দিয়ে শেষ হলো দুই দিন ব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। বৃহস্পতিবার দুপুরে ‘পাপ স্বীকারের’ মধ্য দিয়ে শুভসূচনা হয়ে শনিবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিষ্টযাগের মধ্য তীর্থ উৎসবের সমাপ্তি হয়।
তীর্থ উদযাপন কমিটি সূত্রে, ‘‘সাথের সাথী, ব্যথার ব্যথি ফাতেমা রাণী মা মারিয়া’ এই শ্লোগান কে ধারণ করে এবছর ফাতেমা রানীর তীর্থস্থল ২০তম তীর্থ উৎসব উৎযাপন করে। তীর্থ উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার বেল আড়াইটার দিকে ‘পাপ স্বীকারের’ মধ্য দিয়ে তীর্থ উৎসবের শুভসূচনা হয়। এর পর পরই রাত ১০টার দিকে বারোমারী মিশনের পশ্চিম পাশে বাংলাদেশের প্রধান খ্রিস্ট ধর্মগুরু কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসির প্রার্থনা শেষে শুরু হয় আলোক মিছিল। আলোক মিছিলটি গারো পাহাড়ের উঁচু-নিচু প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে মিশনের লেকের পাড়ে গিয়ে শেষ হয়। আলোক মিছিলের পর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, গীতি আলেখ্য ও নিশি জাগরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিষ্টযাগের মধ্য তীর্থ উৎসবের সমাপ্তি হয়। তীর্থ উদযাপন কমিটির সমন্বয়কারী পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম. চিরান বলেন, এবছর শান্তিপূর্ণভাবে তীর্থ উৎসব সমাপ্তি হয়ছে। এতে প্রায় ৩০ হাজার ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন।